Latest News
শনিবার, ২৭ জুলাই ২০২৪ ।। ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলায় প্রায় একলাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠি জেলায় প্রায় একলাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার :
আগামী ১৯ জানুয়ারি থেকে ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলায় এ বছর ৯৪ হাজার ৩৩ জন শিশুকে ক্যাম্পেইনে ভটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫২৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫০৪ জন শিশু রয়েছে। জেলার চারটি উপজেলায় ৮২২টি কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার বেলা ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত ও ডা. শাকিল খান। পরে আলোচনায় অংশ নেন অংশগ্রহণকারীরা।