Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নলছিটিতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল খান (৩২) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলাার জামুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জামুড়া গ্রামের ভেকু মেশিন (মাটি কাটা যন্ত্র) ব্যবসায়ী রাসেল খান তার ব্যবসায়ীক অংশিদার একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ পরোকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তাদের দীর্ঘদিন অবৈধ সর্ম্পক থাকায় বিষয়টি ওই গৃহবধুর স্বামী টেরপায়। প্রায় ৫ মাস আগে স্বামীকে তার স্ত্রী চেতনা নাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে দেন। এতে স্বামী অজ্ঞান হয়ে পড়ে থাকে। এ সুযোগে স্ত্রী তার পরকীয়া প্রেমিক রাসেল খানের সঙ্গে মালামাল, নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দুইটি শিশু সন্তান রেখে পালিয়ে যায়। লম্পট প্রেমিক প্রায় ৫ মাস বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করে। সে বিয়ে প্রস্তাব দিলে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায় রাসেল।
অন্যদিকে তার স্বামী, স্ত্রীকে খুঁজে না পেয়ে নলছিটি থানার অফিসার ইনর্চাজ মো. সাখাওয়াত হোসেনের কাছে আসেন। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মাহাবুব হোসেনের মধ্যস্থতায় ভিকটিমকে উদ্ধার করে তার স্বামীর হাতে তুলে দেন। এ নিয়ে কয়েক দফা শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস মিমাংসায় ওই নারী তার পরকীয়া প্রেমিক রাসেখ খান কর্তৃক নির্যাতনের কাহিনী তুলে ধরেন। পরবর্তীতে ভিকটিম ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ওই মামলায় গত ২০ মার্চ নলছিটি থানায় এফআইআর হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, অভিযুক্ত রাখেল খানকে ২ নম্বর আসামী কুশঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. মাহাবুব হোসেনের ঘর থেকে গ্রেপ্তার করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …