Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পুলিশের সভা

নলছিটিতে পুলিশের সভা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে মাদক, সন্ত্রাস, ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ এ সভার আয়োজন করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষৎ। আমি একদিন এই চেয়ারে থাকবো না, তোমাদের ভেতর থেকেই কেউ না কেউ এ চেয়ারে বসে দায়িত্ব পালন করবে। অতএব তোমাদেরকে ঠিক সেভাবেই প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন তোমাদের যদি কোন বখাটে বিদ্যালয়ে আসার পথে ইভটিজিং বা হয়রানি করে, তাহলে প্রথমেই তোমার বাবা মাকে জানাবে; তারপর আমরাতো পাশেই আছি। প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি থানা ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।