Latest News
রবিবার, ৬ জুলাই ২০২৫ ।। ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নলছিটিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে মেয়াদহীন পণ্য ও খাবারে ভেজাল এবং মূল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। পাশাপাশি বাজারে উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করার জন্য শতাধিক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। তাঁর সঙ্গে ছিলেন নলছিটি উপজেলার স্যনিটারী ইন্সপেক্টর সৈয়দা মাহমুদা বেগম। সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, আমরা জরিমানা করাসহ তাদেরকে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করার কাজ করছি। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …