Latest News
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ।। ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / ধর্মীয় / নলছিটির শিক্ষক মাওলানা কাজী মোশারফ হোসেনের ইন্তেকাল

নলছিটির শিক্ষক মাওলানা কাজী মোশারফ হোসেনের ইন্তেকাল

স্থানীয় প্রতিনিধি :
নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ কাজী মোশারফ হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার রাত নয়টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃতু্য হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ্য ছিলেন । মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। মাওলানা মোশারফ হোসেন নলছিটি হাইস্কুল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ রবিবার সকাল ১০টায় নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । এতে নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী এবং স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ গ্রহন করে । জোহরের নামাজের পর দ্বিতীয় জানাযা পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় । পরে প্রবীণ এ শিক্ষককে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।