Latest News
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ ।। ১১ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়ে বিজয়ের মাসের প্রথম দিনে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। রবিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক অলোক সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, সদস্য খসরু নোমান, সমাজসেবক অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী, অ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির সভাপতি ডা. ফজলুল হক পবন।
বক্তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, পহেলা ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি ঘোষণা করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …