স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি’র সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে সামবার বাদ এশা ফকির বাড়ি হাফিজি মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি মো. ফয়সাল রহমান জসিম, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহŸায়ক রেজাউল করিম জাকির, পৌর কাউন্সিলর কামাল শরীফ, হুমায়ুন কবির সাগর, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লা আল মাহামুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোক্তার হোসেন। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে এতিম শিশুদের খাবার বিতরণ করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …