Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / বার কাউন্সিল নির্বাচন : ঝালকাঠিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মতবিনিময়

বার কাউন্সিল নির্বাচন : ঝালকাঠিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের সঙ্গে ঝালকাঠির আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী আবদুল বাসেত মজুমদার, মো. ইউসুফ হোসেন হুমায়ূন, সৈয়দ রেজাউর রহমান, শ. ম. রেজাউল করিম, পরিমল চন্দ্র গুহ (পিসি গুহ), মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল ও পারভেজ আলম খান।

এছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বক্তারা আগামী ১৪ মে বার কাউন্সিল নির্বাচনে ভোট, সমর্থন ও দোয়া কামনা করেন।