Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / মাদক ব্যবসা করলে জেলে থাকতে হবে : বরিশাল রেঞ্জের ডিআইজি

মাদক ব্যবসা করলে জেলে থাকতে হবে : বরিশাল রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার :
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা করবেন, আর বাইরে ঘুরে বেড়াবেন; তা হবে না। হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নইলে জেলে থাকতে হবে। ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ও মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম স্থানীয় শিশু পার্কে সমাবেশের আয়োজন করে। সমাবেশে ১১জন মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসার শপথ নেয়। সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ডিআইজি শফিকুল ইসলাম বলেন, সরকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আমরা তাদের কাজে সর্বাত্তক সহযোগিতা করছি। এধরণের কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক ছেড়ে আলোর পথে এসেছে, আমরা তাদের সহায়তা করবো। তাদের দিকে পুলিশের আলাদা নজরদারি থাকবে, কেউ যদি আবার মাদক ব্যবসায় ফিরে যায় তাকে জেলের মধ্যে থাকতে হবে।
ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান।