Latest News
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ।। ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / ধর্মীয় / মুসলমানদের কোরআনকে বিশ্বাস করতে হবে : পীর সাহেব মোশাররফ হোসেন হেলালী

মুসলমানদের কোরআনকে বিশ্বাস করতে হবে : পীর সাহেব মোশাররফ হোসেন হেলালী

স্টাফ রিপোর্টার :
ঢাকার হাক্কানী আঞ্জুমান হেলালীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর মাওলানা মোশারফ হোসেন হেলালী বলেছেন, মুসলমান সারাজীবন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর নবীর উসিলায় একদিন তাঁরা জান্নাতবাসী হবেন। শনিবার রাতে ঝালকাঠি নলছিটি সরকারি মার্চন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবদুর রহমান মিয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুসলমানদের বিশ্বাস করতে হবে কোরআনকে। কোরআনের মধ্যেই আছে পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের যত গুনাহ মাফ করার মালিক একমাত্র আল্লাহ।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার হাক্কানী আঞ্জুমান হেলালীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের খাদেম মোফাচ্ছেরে কোরআন মাওলানা মো. মমতাজ আরেফিন হেলালী ও মাওলানা নোমান রেজা।
হাজ্বী মো. মুনির হোসেনের সহযোগীতায় বার্ষিক এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শিশু কিশোরদের নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির শিশু কিশোরদের ৪১ দিন তাকবির উল্লাহর সাথে নামাজ আদায় প্রতিযোগিতা ও …