Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে আলিম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রাজাপুরে আলিম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মেহেদী হাসান জসীম :
ঝালকাঠির রাজাপুরে মো. শুকুর আলী হাওলাদার (২১) নামে এক আলিম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিক উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শুকুর আলী উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. দুলাল হাওলাদারের বড় ছেলে। সে পড়ালেখার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শুকুর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি নিহতের পরিবার। পুলিশ লাশ উদ্ধার করে রাজাপুর থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।