Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ইসলামী ছাত্র আন্দোলনসহ সংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি ইব্রাহিম আল হাদি, ও ছাত্র আন্দোলনের সভাপতি এম নাঈম খান। এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নাটক বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, করোনার অযুহাত দেখিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …