Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / সিরিয়ায় বিমানবন্দরে মিসাইল হামলায় কয়েকজন নিহত

সিরিয়ায় বিমানবন্দরে মিসাইল হামলায় কয়েকজন নিহত

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার একটি সামরিক বাহিনীর বিমানবন্দরে মিসাইল হামলায় বেশ কয়েকজনের নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।সিরিয়ার এয়ার ডিফেন্সের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিরিয়ান টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার সকালে হোমস শহরের টি-ফোর বিমানঘাটির কাছে তাইফুর এয়ারপোর্টে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে বেশ কয়েকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ান এয়ার ডিফেন্স। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এমনকি কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টিও পরিষ্কার নয়।আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার পূর্ব ঘৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক গ্যাস হামলার অভিযোগের মাঝেই এই মিসাইল হামলা চালানো হলো।যদিও রাসায়নিক হামলার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার দুই মিত্র দেশ রাশিয়া ও ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পেন্টাগন। (সূত্র :  বিবিসি)