Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আগমী ৪১ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা চলছে : বরিশাল বিভাগীয় কমিশনার

আগমী ৪১ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা চলছে : বরিশাল বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার :
আগমী ৪১ সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। তিনি বলেন, পদ্মাসেতু চালু হলে ঢাকার সঙ্গে বরিশালের যোগাযোগের পথ সহজ হবে। বরিশালে শিল্পপ্রতিষ্ঠান হবে, মানুষের কর্মসংস্থান হবে। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেয়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত বিভাগীয় কমিশনার বলেন, আগের চেয়ে আমাদের সক্ষমতা বেড়েছে। উন্নয় গ্রামে চলে গেছে। মানুষের চাহিদা সরকার বাস্তবায়ন করছে। তাই যারা উন্নয়ন কাজ করছেন, তাদের কাজের মান আরো বৃদ্ধি করতে হবে। সরকার চাচ্ছে ভালো কাজের স্বীকৃতি দিতে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঝালকাঠিকে সুন্দর করে সাজাতে হবে। এখানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে হবে। এই জেলায় নদী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, এটাকে আরো সমৃদ্ধ করতে হবে। যারা দায়িত্বশীল পদে থাকবে, তাদের আরো দায়িত্বশীল হতে হবে।
বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হবে। মাদককে কঠোর ভাবে দেখতে হবে। আগামী প্রজন্মের স্বার্থে আমাদের কঠোর হতে হবে। ভালো কাজে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আশেপাশে অনিয়ম দেখে বসে থাকবেন না, প্রতিবাদ করবেন। নিজের মধ্যের ভয়কে দূর করতে হবে।
তিনি বলেন, একজন মানুষও গৃহহীন থাকবে না। করোনার মধ্যেও জীবন জীবীকা ভালো আছে। সব কাজ আমরা মিলে মিশে করতে চাই।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিএম লতিফা জান্নাতি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …