Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়া, ইরান প্রাধান্য

আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়া, ইরান প্রাধান্য

ডেস্ক রিপোর্ট : 
সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের দ্বন্দ্ব ও সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরব লীগ নেতৃবৃন্দ রবিবার রিয়াদে শীর্ষ সম্মেলনে বসছে। তবে এই সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ডাকা হয়নি। তাকে বাইরে রেখেই আরব লীগ নেতারা সিরিয়ার বিষয়ে আলোচনা করবেন। যদিও আরব লীগ থেকে সিরিয়া বহিষ্কৃত। খবর এএফপি’র।
এদিকে আরব লীগের ২২ দেশকে সঙ্গে নিয়ে সৌদি আরব তার পুরনো প্রতিদ্বন্দ্বী দেশ ইরানকে মোকাবেলা করতে চায়। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ সিরিয়া ও ইয়েমেনে এক ধরণের যুদ্ধে লিপ্ত রয়েছে। এছাড়া উভয় দেশ ইরাক ও লেবাননে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টা পর আরব লীগ নেতারা এই সম্মেলনে বসছেন। দামেস্ক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তিন দেশ সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব বিমান হামলার পক্ষে তার অবস্থান জানিয়েছে। এএফপি।