Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলার নবাগত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেন। এটি তার প্রথম আইন-শৃঙ্খলা বিষয়ক সভা। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল রানা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন। আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করে ঝালকাঠি জেলাকে মডেল জেলায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলার চারটি উপজেলায় বিগত এক মাসে (নভেম্বর) ৬২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি রাজনৈতিক, একটি খুন, একটি ভাঙচুর, চারটি ধর্ষন, একটি অপহরণ, তিনটি গবাদি পশু ও একটি গাড়ি চুরিসহ মোট ছয়টি চুরির ঘটনা, একটি সড়ক দুর্ঘটনা, সাতটি মারামারি সংক্রান্ত মামলা, ২৭টি মাদক আইনের মামলা দায়ের হয়েছে। এ মামলায় ৫৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এর পূর্বের মাসে (অক্টোবর) মামলার সংখ্যা ছিল ৬০টি এবং আসামি গ্রেপ্তারের সংখ্যা ছিল ৩৫জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …