Latest News
সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
দেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংশ্লিস্টদের উৎসাহিত করতে ঝালকাঠিতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তাবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজন করে। বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপি¬মেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালার ব্যবস্থাপনা করে। কর্মশালায় সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর পরিচালক (যুগ্ম-সচিব) জনাব মো. মাহফুজার রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যারা কাজ করছে, বিশেষ করে দরপত্রদাতাসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় সরকার সব সময় যতœবান।
এর অংশ হিসেবে তাদের সুবিধার্থে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম চালু করা হয়েছে। বাজারের আকস্মিক অস্থিরতার কারণে সরকার তাদের (দরপত্রদাতাদের) সমস্যায় ফেলতে চায় না। কারণ তারা দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) সিনিয়র ডেপুটি ডেরেক্টর বাদল হালদার। সহকারী পরিচালক (বিসিসিপি) মোহম্মদ আব্দুস সালাম পাবলিক প্রকিউরমেন্টের ওপর একটি উপস্থাপনা করেন।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, দরপত্রদাতা ও ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় বলা হয়, ই-জিপি পোর্টালের পাশাপাশি, সিপিটিইউর ক্রয় বাতায়ন পোর্টাল চুক্তি বাস্তবায়ন নিরীক্ষণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে; কারণ এটি প্রকল্পের কাজের তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। এ জন্য সিটিজেন পোর্টালকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করতে হবে বলেও উল্লেখ করা হয়।
কর্মশালায় ক্রয়কারী কর্মকর্তা, দরপত্রদাতা ও সাংবাদিকসহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটি পরিবা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘নলছিটি পরিবার’ এর পক্ষ …