Latest News
সোমবার, ৬ মে ২০২৪ ।। ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। শনিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, ঝালকাঠির নলছিটিতে বুধবার রাতে যুবলীগকর্মী তরিকুল ইসলাম সুমনকে হত্যার রসহ্য উদঘাটন করা হয়েছে। বালু ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাÐ ঘটানো হয়। এর সঙ্গে জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে, অন্য আসামিরাও দ্রæততম সময়ের মধ্যে গ্রেপ্তার হবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি সন্ত্রাস, মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। শহরের নিরাপত্তার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপণেরও সিদ্ধান্তের কথা জানান পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর সার্কেল মহিতুল ইসলাম ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …