Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনাভাইরাস বিস্তাররোধে কর্মশালা

ঝালকাঠিতে করোনাভাইরাস বিস্তাররোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাসের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস ও মাস্ক পরুন, সেবা নিন, এসব ক্যাম্পেইনের বহুল প্রচারের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
কর্মশালায় করোনাভাইরাসের সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার, এসএম আল-আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। কর্মশালায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশমালা প্রনয়ণ করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …