Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা

ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম সফল করতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
আগামী ২৬ ফেব্রুয়ারি ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম শুরু হবে। শুধু টিকা কেন্দ্রে উপস্থিত হলেই তাকে দেওয়া হবে করোনা প্রতিরোধের টিকা। এ কার্যক্রমকে সফল করতে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডা, শিহাব উদ্দিন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সভায় বক্তারা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি জেলায় গণটিকা কার্যক্রম শুরু হবে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা কার্যক্রম চলবে। ২৬ ফেব্রুয়ারির আগেই যারা টিকা নেয়নি, তাদের কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনুরোধ জানান সিভিল সার্জন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে নলছিটিতে। উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেল নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবরা অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …