Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

ঝালকাঠিতে জাতীয় পাট দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক কামাল হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিতফতরের উপপরিচালক মনিরুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। বক্তারা ‘বহুমুখী পাটপণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’ উল্লেখ করে, পাট খাতের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও পাটচাষীরা এ সময় উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …