Latest News
শুক্রবার, ১০ মে ২০২৪ ।। ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে টানা বর্ষণে শহরের বিভিন্ন সড়কে হাঁটু পানি, বসত ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ডুকে ভোগান্তি চরমে

ঝালকাঠিতে টানা বর্ষণে শহরের বিভিন্ন সড়কে হাঁটু পানি, বসত ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ডুকে ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে টানা দুইদিনের বর্ষণে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসত ঘরে পানি ঢুকেছে। ফলে চরম ভোগান্তিতে পরেছে শহরবাসী। সোমবার সকাল থেকে ভারি বর্ষণ চলছে। এতে জেলা প্রশাসকের বাসভবন, জেলা শিক্ষাঅফিস, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা পরিষদসহ শহরের প্রায় সকল সড়কে হাঁটু পানি জমে যায়। ব্যবসাপ্রতিষ্ঠনে ঢোকা পানি বিভিন্ন পাত্র দিয়ে সরানো চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি, অন্যদিকে টানা বৃষ্টির পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের মাত্রা বেরেছে বহুগুন। এদিকে ঝালকাঠির প্রধান দুইটি নদী সুগন্ধা ও বিষখালীর পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানির স্রোতে আর ঢেউয়ের আঘাতে ভেঙে পরছে কাঁচা পাকা রাস্তাঘাট। টানা বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …