Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন প্রধান নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছ। শনিবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হলেই পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছল করার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা বিএনপির সদস্যসচিবের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান। সমাবেশে বক্তারা পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ ভোলায় নিহত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …