Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা প্রদানের অভিযোগ, সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা প্রদানের অভিযোগ, সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
সারাদেশে ধরপাকর, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর গেলেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এক পর্যায়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। পরে পুলিশি বেড়িকেটের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
বক্তারা মিছিলে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও মামলা হামলা বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন সমাবেশ থেকে। বক্তারা খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …