স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজ আহম্মেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, শওকত হোসেন খোকন, এম এ মান্নান লাবলু, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট ফয়সাল খান, সাকিনা আলম লিজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। বর্তমান সরকার জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ ধরণের অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বায়ক জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয় সভা থেকে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও তেলের দাম ঊর্ধগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে সব জিনিসের দাম কমানোর দাবি জানান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …