Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। স্বাগত বক্তব্য দেন বøাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) উপ-পরিচালক শহীদ উল্লাহ্। বিশ্ব অটিজম দিবসের ওপরে ধারনাপত্র পাঠ করেন সমাজ সংগঠক কেয়া আক্তার। অন্যদের মধ্যে মুক্ত আলোচনা করেন বার্ডো প্রধান নির্বাহীর পরিচালক সাইদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত আহাম্মেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের সামাজের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধীদের ভালো চোখে দেখতে হবে। প্রতিবন্ধীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …