Latest News
বুধবার, ৮ মে ২০২৪ ।। ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যুবদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা

ঝালকাঠিতে যুবদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা

স্টাফ রিপোর্টার :
মানসম্মত ও অধিকার ভিত্তিক কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার জবাবদিহিতা তৈরিতে ঝালকাঠিতে যুবদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী পক্ষ’ এ কর্মশালার আয়োজন করে। এতে স্থানীয় ২৫জন যুবক ও যুবতী অংশ নেয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন নারী পক্ষের ঊর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা মাকসুদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরীন, ডিসক ঝালকাঠির নির্বাহী পরিচালক মো. ইলিয়াস সিকদার ফরহাদ, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল ও দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা মো. জাকির হোসেন। কর্মশালায় জেন্ডার, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।