Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিশু কিশোরদের নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিশু কিশোরদের নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির শিশু কিশোরদের ৪১ দিন তাকবির উল্লাহর সাথে নামাজ আদায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদকাঠি এবাদুল্লাহ জামে মসজিদে আব্দুল কাদের ফাউন্ডেশন এ ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
মসজিদ প্রতিষ্ঠায় আমরণ খেদমতকারী প্রতিষ্ঠাতা ইমাম মরহুম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবের ১৩তম মৃত্যু বার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরুল মুসলিহীন হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ছবির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার (এনএসআই) উপ-পরিচালক মো. শাহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ,অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ও মসজিদের পেশ ইমাম মো. নাসির উদ্দিন। বক্তারা মরহুম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন নেছারাবাদী হুজুর। পরে শিশু কিশোর নামাজীদের পুরস্কার বিতরণ করা। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে শিশু কিশোরদের ৫ ওয়াক্ত নামাজ পরার অভ্যাস করবে ও ইলামের আদর্শে পথ চলবে বলেও আশা ব্যক্ত করেন অতিথিরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …