Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মহিলা কলেজ সড়কে জেলা বিএনপির সদস্যসচিবের কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাচ্চু হাসান খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন।
সভায় বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকার পতনে যেকোন আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান নেতাকর্মীদের।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …