Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে শুরু হয়েছে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল

ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে শুরু হয়েছে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল

স্টাফ রিপোর্টার :
শুক্রবার থেক শুরু হয়েছে দুই দিন ব্যাপী দক্ষিণবাংলার ঐতিহ্যবাহী দ্বীনি মারকায ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। মাহফিল শেষ হবে আগামী কাল ২৪ ফেব্রুয়ারি বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মাহফিলে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকান ধর্মপ্রাণ মুসলমান। বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল উদ্বোধন ও সমাপনী বয়ান শেষে আখেরি মুনাজাত পরিচালনা করবেন হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর একমাত্র ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হজরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। মাহফিল উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে।