Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি পৌর আ.লীগের উদ্যোগে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

নলছিটি পৌর আ.লীগের উদ্যোগে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর (এমপি) ৭৯তম জন্মদিন পালন করেছে দলীয় নেতাকর্মীরা। রবিবার বিকেলে শহরের হাইস্কুল সড়কের জিএম কমপ্লেক্সে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার জন্মবার্ষিকী পালিত হয়। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ড. এসকেন্দার আলী খান। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোন্দকার মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হোসেন আকন খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ, ইঞ্জিনিয়ার মাসুম হোসেন, আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা ফিরোজ ও কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …