Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

নলছিটিতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত সাইফুল ইসলাম উপজেলার কুলকাঠি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। বুধবার রাত ৯টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর সঙ্গে থাকা ওই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামিম রেজার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী চালিয়ে বিক্রির উদ্দ্যেশে রাখা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি দল বুধবার রাতে কুলকাঠি ইউনিয়ন পরিষদ বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামিম রেজার ব্যবহৃত এপাসি আরটিআর বরিশাল-হ ১১৪৭৯৭ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটক করে। মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।