Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনায় কর্মহীন ১২০ পরিবারকে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

নলছিটিতে করোনায় কর্মহীন ১২০ পরিবারকে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনায় কর্মহীন হয়ে পড়া ১২০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল।
রবিবার সকালে পৌরসভার সবুজবাগ এলাকার একটি কার্যালয়ে দরিদ্র মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহীন, পৌর যুবদলের সাবেক সভাপতি লাবলু শিকদার, যুবদল নেতা মাহবুব হোসেন, রুস্তম আলী শরীফ, উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ সজ্জন ও জেলা যুবদল সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুল ইসলাম। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি সাবান।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহীন বলেন, এখানে সামাজিক দূরত্ব বজায় কয়েক জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, বাকিদের নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …