Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী ভাঙন রোধে কার্যক্রর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায় নলছিটি-বরিশাল সড়কের খোঁজাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকার কয়েকশত মানুষ।
ক্ষতিগ্রস্তরা জানান, দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির মল্লিকপুর থেকে দপদপিয়া এলাকার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে নলছিটি-বরিশাল সড়কসহ বসতঘর, ফসলি জমি ও মসজিদ শিক্ষাপ্রতিষ্ঠান। এসব এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তাইফুর রহমান তূর্য, এফএইচ রিভান, মো.মাহবুবুর রহমান, মো. শাহ জালাল, মো.আনিসুর রহমান। বক্তারা ভাঙন কবলিত এলাকায় দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …