Latest News
মঙ্গলবার, ২১ মে ২০২৪ ।। ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

নলছিটিতে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি নলছিটিতে মাদক কারবারি শাহিন আলম বায়েজিদ খলিফাকে (৩২) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মাদক কারবারি মো. শাহিন আলম বায়েজিদ খলিফা নলছিটির শহরের সবুজবাগ এলাকার আব্দুল হালিম খলিফার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে ১ জুলাই ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে থেকে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ডিবির এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ডিবির পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে সার্বজননীন পেনশন স্কিম সম্পর্কিত জনসচেতনতা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে সদর উপজেলার মৎসজীবীদের সঙ্গে সার্বজননীন পেনশন স্কিম সম্পর্কিত জনসচেতনতা সভা অনুষ্ঠিত …