Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে লকডাউন অমান্য করায় ৩৪ জনকে জরিমানা

নলছিটিতে লকডাউন অমান্য করায় ৩৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনায় কঠোর লকডাউন অমান্য করায় পুলিশ ও সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নলছিটি শহরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা রুম্পা সিকদার এ জরিমানা করেন। এসময় বিনা কারনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া মানুষের কাছে সন্তোষজনক কারন জানতে চাওয়া হয়। কারন দেখাতে না পারলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। অকারনে বের হওয়া জনসাধারণকে জরিমানা করা হয়। মোটরসাইকল চালানোর সময় হেলমেড না পড়ায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও দুইজন সাংবাদিকও জরিমানা করা হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, করোনা সংক্রমণের হার বেড়ে চলছে। আমাদের সবাইকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। কারও ঘরে খাবার না থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খাবার বাসায় পৌঁছে দিবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …