Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কীর ইন্তেকাল

নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক চিত্রশিল্পী আব্দুল মান্নান ফারুক্কী (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ৬টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার আছরের নামাজ শেষে টিঅ্যান্ডটি সড়কের মারকাজুল কুরআন মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মৃতদেহ নান্দিকাঠি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আব্দুল মন্নান ফারুক্কী ছিলেন নলছিটি উপজেলার প্রথম সংবাদকর্মী। সাংবাদিকতার পাশাপাশি তিনি চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন। উপজেলার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন দেশের বিভিন্ন পত্রিকায়। সৎ, নির্লোভ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …