Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / নিউ ইয়র্কে বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

নিউ ইয়র্কে বাংলাদেশিসহ ২২৫ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে নিরাপদ রাখতে গত ছয়দিনে ৫২টি দেশের ২২৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছেন ইমিগ্রেশন এন্ড কাস্টমস এন্সফোর্সমেন্ট (আইসিই)। এদের মধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিও রয়েছেন। বাংলাশিদের সঠিক সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের লংআইল্যান্ড ও হাডসন ভ্যালি এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে জানান কাস্টমস কর্মকর্তারা। আটকৃতরা অবৈধ অস্ত্র বহন, যৌন নির্যাতন ও পাসপোর্ট জালিয়াতির মতো একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন। নিউ ইয়র্ক আইসিই’র এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, নিউ ইয়র্ক শহরকে নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসনের নীতিমালার কারণে বহিষ্কারাভিযানে নানা বাধা সত্ত্বেও কর্মকর্তাদের কঠোর পরিশ্রমে এ অভিযান সফলভাবে পরিচালনা করা হচ্ছে।  (সূত্র : কালের কণ্ঠ)