Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠিতে প্রচার অভিযান শুরু

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠিতে প্রচার অভিযান শুরু

মো. শাহীন আলম :
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দেশজুড়ে প্রচার অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঝালকাঠিতেও নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রচার অভিযান সফল করতে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের উপপরিচালক মো. আবু বকর ছিদ্দিক, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নারী নেত্রী শারমিন মৌসুমি কেকা, ছাত্রী ইসিতা জাহান স্বর্ণা ও মাহিন হাসান রেজভী।