Latest News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র: ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা

মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র: ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। আর ওই ষড়যন্ত্রে  জড়িত থাকার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও উইকিলিকসের বিরুদ্ধে মামলা করেছে দলটি। ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে। মামলায় ট্রাম্পের জ্যেষ্ঠ পরামর্শকদের নাম উল্লেখ করা হয়েছে। এসব পরামর্শকদের মধ্যে ট্রাম্পের জামাতা জেরাড কুশনার ও প্রচারণা দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানফোর্টের নাম আছে। মামলায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নামও উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করে আসছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশদের কোনো ধরনের প্রভাব ছিল না। অন্য কোনো দেশ বা কোনো গোষ্ঠী এ কাজ করে থাকতে পারে। এদিকে, এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ট্রাম্পের পক্ষ নিয়ে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। কিন্তু রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি