Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা

রাজাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরের মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে তায়মুন হোসেন খান (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার রবিবার রাত ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে। তায়মুন ওই গ্রামের আমির হোসেনের ছেলে। সে মঠবাড়ি দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।
পরিবার জনায়, তাইমুর বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। পরিবার করোনা দুঃসময় মোটরসাইকেল দিতে অপরাগতা প্রকাশ করে। রবিবার রাতে এ নিয়ে বাবা ও ছেলের ঝগড়া হয়। তাইমুর ঘর থেকে সবাইকে বের করে ভেতর থেকে দরজা আটকে দেয়। এ সময় তাঁর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে। পরিবারের লোকজন বাহির থেকে দরজা ভেঙে তাইমুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …