Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে যুবকের লাশ উদ্ধার

রাজাপুরে যুবকের লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে রাজ্জাক হাওলাদার (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রাজ্জাক দূর্গাপুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘরের সামনের বারান্দায় ঘুমায় রাজ্জাক। বৃহস্পতিবার সকালে মা ফজরের নামাজ পড়তে উঠে রাজ্জাককে বিছানায় না দেখে খোঁজ করতে থাকেন। পরে ঘরের পাশেই নির্মাণাধীন একটি ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রাজ্জাককে দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কি কারণে রাজ্জাকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি নিহতের স্বজনরা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।