Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেধাবী জাতি গঠনের কাজ করে যাচ্ছে: আমু

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেধাবী জাতি গঠনের কাজ করে যাচ্ছে: আমু

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেধাবী জাতি গঠনের কাজ করে যাচ্ছে। কারণ একটি জাতি মেধাবী না হলে সে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আর এ বিষয়টি সবথেকে ভালো বোঝেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।
আলোচনা শেষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন আমির হোসেন আমু।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …