Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / সংসদ অচল করার প্রতিবাদে মোদির উপোস আজ!

সংসদ অচল করার প্রতিবাদে মোদির উপোস আজ!

ডেস্ক রিপোর্ট : আজ বৃহস্পতিবার বিজেপির সংসদ সদস্যদের সাথে নিয়ে দিনব্যাপী উপোস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে বিজিপি প্রধান অমিত শাহ কর্নাটকে উপোস করবেন। বিরোধী দল কর্তৃক সংসদ অচল করার প্রতিবাদে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এক টুইট বার্তায় বিজেপির পক্ষ থেকে বলা হয়, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস কর্তৃক সংসদ অচল করার প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি উপোস করার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে, সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাভাবিক দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। এদিকে, কংগ্রেসের পক্ষে মোদিসহ বিজেপির নেতাদের উপোসকে ‘হাস্যকর’ বলে অভিহিত করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র রনদিপ সিং সূর্যওয়ালা বলেন, মোদি সরকারের এ উপোস হাস্যকর। ২৫০ ঘন্টারও বেশি সময় সংসদ অচল রাখার দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া ও উপোস করা উচিত বিজেপির। সূত্র: ইকোনোমিক টাইমস