Latest News
শুক্রবার, ১৭ মে ২০২৪ ।। ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

ঝালকাঠিতে পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠিতে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়। মসজিদের খতিব মুফতি গাজী মাওলানা শহিদুল ইসলাম এতে ইমামতি করেন। একই স্থানে ৮ টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত ও তৃতীয় জামাত হয়েছে ৮.৩০ মিনিটে। জেলা প্রশাসক মো. জোহর আলী ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি- বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। পরে একে অপরের কুশল বিনিময় করেন সালামের মাধ্যমে।
এছারা পুলিশ লাইন, উপজেলা পরিষদ, নেছারাবাদ মাদ্রাসা সহ জেলার পাঁচ শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশ্ব মহামারি করোনা থেকে মুক্তিতে মোনাজাত করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …