Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়মী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা লীগের আহ্বায়ক ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুব লীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ও জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। বক্তারা বাংলাদেশের ইতিহাসের এই জঘণ্যতম ঘটনার সঙ্গে জড়িত তারেক রহমানসহ দেশের বাইরে যারা রয়েছে তাদেরকে এনে দ্রæত বিচার কাজ সম্পন্ন করার দাবি জানান। পরে আছরবাদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুর রশীদ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …