Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুম্পা সিকদার প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ভোস্ড’র সহযোগীতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন আউট অব চিলড্রেন প্রোগ্রামের কর্মসূচি প্রধান মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো জেলা সহকারি পরিচালক ও কোর্স সমন্বয়কারী মো. জানে-ই-আলম হাওলাদার, জেলা প্রোগ্রাম ম্যানেজার মিল্টন কুমার দত্ত, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডেপুটি ম্যানেজার (মনিটরিং) মো. আবদুল জব্বার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো. ইউসুফ আলী। উল্লেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন শিক্ষক ও সুপারভাইজারদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …