Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হয়

ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হয়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় ১১৯৫ মেট্রিকটন। শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা মৎস্য অধিদপ্তর। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঝালকাঠি জেলায় যে পরিমান মাছ উৎপাদন হয়, তা দিয়ে জেলাবাসীর চাহিদা পূরণ হচ্ছে। আগামীতে আরো উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ইলিশ রয়েছে ১১৯৫ মেট্রিকটন। ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও সপ্তাহব্যাপী কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মৎস্য কর্মকর্তা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …