Latest News
রবিবার, ৫ মে ২০২৪ ।। ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গণঅনশন কর্মসূচি পালিত

ঝালকাঠিতে গণঅনশন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষে গণঅনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে গণঅনশন কর্মসূচিতে হিন্দু ধর্মের নেতৃবৃন্দ অংশ নেয়।
অনশন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরেও এ দেশে হিন্দুরা নিরাপদ নয়। সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ঘোষিত সাত দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় অনশন কর্মসূচি থেকে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …