Latest News
রবিবার, ৫ মে ২০২৪ ।। ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ড্রেজার ব্যবসয়ীকে দেড় লাখ টাকা জরিমানা

নলছিটিতে ড্রেজার ব্যবসয়ীকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুম্মান সিকদার নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌরসভার অনুরাগ এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। দণ্ডপ্রাপ্ত রুম্মান হাওলাদার (২৮) ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে একটি ড্রেজার মেশিন আটক করা হয়। পরে ড্রেজারের মালিক রুম্মান সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন না কেউ। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …